আড়াইহাজারে ডেভিল হান্টে ১ জনসহ নানা মামলায় আটক ১৩
লাইভ নারায়ণগঞ্জ: সন্ত্রাসীদের দমনের লক্ষে নিয়মিত পরিচালনা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। আড়াইহাজারে বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সহ-সভাপতি হারুন উর রশীদসহ বিভিন্ন মামলায় ১৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন। এর আগে রবিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কালাম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. হারুন অর রশিদ, একই উপজেলার মো. জুয়েল রানা (৩৬), মো. আবু মুছা (৩৮), লিটন (৩২), মাহাবুব হাসান (৩৮), মো. কামাল উদ্দিন (৫০), রাসেল (২৪), খাইরুদ্দিন ইমন (২৪), রিফাত হাসান (২০), হোসাইন গাজী (২১), সোহাগ (২২), মোসাদ্দেক হোসেন (২৪) ও আলামিন,
ওসি এনায়েত হোসেন বলেন, আটককৃত যুবলীগ নেতা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী, এ ছাড়াও বাকিরা অনেকে ওয়ারেন্টে বা বিভিন্ন মামলার আসামী। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আজ (সোমবার) তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।