শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
Led04আড়াইহাজার

আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, নারী আহত

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনীতে বিল্লাল (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আড়াইহাজার থানার ডিউটি অফিসার এসআই আমিনুল। এর আগে বৃহম্পতিবার রাত ১০টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের রামনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বিল্লাল একই উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামের মজিদের ছেলে।

পুলিশ জানায়, নিহত বিল্লাল পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে থানায় একাদিক মামলা আছে। গতকাল যে ডাকাতি করার সময় এলাকাবাসীর হাতে ধরা পরে, তখন তাকে এলাকাবাসী গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে বিল্লাল। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তার সাথে সহযোগি সন্দেহে লাভলী নামে এক নারীকেও গণপিটুনী দেয়। সে এখন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন।

RSS
Follow by Email