আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধে মিলন মিয়া (৫০) নামে এক ট্রলার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন রাধানগর এলাকার মৃত নোয়াব আলীর ছেলে। তিনি আড়াইহাজার-সোনারগাওঁ এলাকা দিয়ে মেঘনা নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় নিহতের ভাই জহর আলী বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন। তিনি লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
মিলন মিয়ার ভাতিজা কবির হোসেন বলেন, দুপুরে রাধানগর এলাকার মতিন এবং প্রতিপক্ষ জহর আলী গংদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ইসমাইলের নেতৃত্বে মতিন, সুফিয়ান, আরিফ ও সাজোয়ারসহ আরও বেশ কয়েকজন মিলনকে পিটিয়ে আহত করে। পরে স্বজনরা সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।