বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে গ্রেফতার জামায়াতের সভাপতি-সেক্রেটারীসহ ৪

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে পূর্বের ভিবিন্ন নাশকতা মামলায় অভিযুক্ত থাকায় উপজেলা জামায়াতের সভাপতি এবং সাধারন সম্পাদকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা জামায়াতের সভাপতি মোতাহার হোসেন ভূঁইয়া (৪২), সাধারণ সম্পাদক মাওলানা হাদিউল ইসলাম (৪২), জামাত কর্মী মাওলানা রাসেল মাহমুদ (৩৪) ও নুরুল আমিন (৩২)। এদের মধ্যে মোতাহার হোসেন ভূঁইয়া উপজেলার কল্যান্দী, হাদিউল ইসলাম শিবপুর, রাসেল মাহমুদ দক্ষিণপাড়া এবং নুরুল আমি মাধবদীর নোয়াকান্দী এলাকার বাসিন্দা।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের প্রত্যহিক কার্যক্রম অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকা তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বের নাশকতা মামলা ছিলো। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

RSS
Follow by Email