বুধবার, নভেম্বর ১২, ২০২৫
Led05আড়াইহাজার

আড়াইহাজারে ককটেল-পেট্রোল উদ্ধার, মহিলা লীগ নেত্রীসহ ৮ জন গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিতে নাশকতার ছক এবং অন্তর্ঘাতমূলক কার্যক্রমের প্রস্তুতিকালে ৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। তাদের কাছ থেকে ককটেল, পেট্রোল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৪টায় আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা থেকে গাজিপুরাগামী পাকা রাস্তার উপর বড় দিঘীরপাড় বিশ্বনবী একাডেমী কেজি স্কুলের সামনে থেকে পুলিশ এই অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশনা এবং অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাঠালিয়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি মোসাঃ বীনা আক্তার (৫৬), আমিনুল ইসলাম (২০), আপন (১৯), অনিক (১৯), নিলয় (১৯), নাজমুল (১৯), ইয়ামিন ইসলাম (২০) এবং সালমান (১৯)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা বীনা আক্তারের নেতৃত্বে পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠি-শোঠা সহ একত্রিত হয়ে রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি ক্ষতি করে অন্তর্ঘাতী কার্য করার ষড়যন্ত্র ও পরিকল্পনা করছিল। তাদের উদ্দেশ্য ছিল বর্তমান সরকারকে উৎখাত করে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা। গ্রেপ্তারকৃতরা রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ঝটিকা মিছিল ও গাড়িতে অগ্নিসংযোগের জন্য হাতে বোতল ভর্তি পেট্রোল নিয়ে সরকার বিরোধী স্লোগান দিচ্ছিল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোসা. বীনা আক্তারের বিরুদ্ধে নরসিংদী জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ৩টি হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RSS
Follow by Email