সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে অটো রিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অটো রিক্সার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার দুপ্তরা এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ।

নিহত বৃদ্ধের নাম নূরু মিয়া (৬১)। সে আড়াইহাজার উপজেলার জোগারদিয়া এলাকার মৃত তোরাব আলী ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে গাউছিয়া থেকে ব্যাটারি চালিত অটো যোগে নিজ বাড়ি জোগারদিয়া যাওয়ার পথে দুপ্তারা এলাকায় একটি নার্সারীর সামনে পাকা রাস্তার উপর আসলে পিছন থেকে একটি অটো ধাক্কা দিলে নুরু মিয়া গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । পরে বুধবার রাত ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ জানান, আমরা খবর পেয়েছি দুপ্তরায় অটো রিক্সার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাই নাই। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

RSS
Follow by Email