শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led01Led04রাজনীতি

আড়াইহাজারের স্বেচ্ছাসেবক লীগ নেতা যাত্রাবাড়িতে গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ:আড়াইহাজার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল্লাহকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানী ঢাকা যাত্রাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানা পুলিশ। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।

গ্রেপ্তার আব্দুল্লাহ আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার সবদর আলী মোল্লার ছেলে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানান, সে বৈষম্যবিরোধী ছাত্র শফিকুল হত্যা মামলার সন্দেহভাজন আসামি এবং তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। আব্দুল্লাহকে যাত্রাবাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হত্যা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email