আড়াইহাজারের যুবলীগ নেতা বন্দর থেকে আটক
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারের যুবলীগ নেতাকে বন্দর থেকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বন্দরের মদনপুর মাস্টারবাড়ি বাসা থেকে এক অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত যুবলীগনেতা হলেন আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও মনিহার গ্রামের আবু সাঈদ খন্দকারের ছেলে জাহেদ খন্দকার।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, গোপন তথ্যে ভিত্তিতে এক অভিযানে আড়াইহাজারের যুবলীগ নেতা জাহেদ খন্দকারকে আটক করা হয়েছে। আমরা তাকে আড়াইহাজার থানায় হস্তান্তরের ব্যবস্থা করছি।