শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
শিক্ষা

আড়াইহাজারের পাঁচটি প্রাথমিক বিদ্যালয় থেকে বাদ গেল সাবেক এমপি বাবুর নাম

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এসব বিদ্যালয় থেকে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নাম বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৮ এপ্রিল বিদ্যালয়-২ শাখার যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তনের নীতিমালা-২০২৩’ অনুযায়ী বিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করা হয়েছে।’

নাম পরিবর্তন করা বিদ্যালয়গুলো হলো: আড়াইহাজার নোয়াদ্দা নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার চরলক্ষ্মীপুর নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার পিরদা চৌধুরীপাড়া আলফাজ নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পিরদা চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার পাল্লা আলফাজ নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বালিয়াপাড়া নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দক্ষিণ বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

এছাড়া মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে, বিদ্যালয়গুলোর সাইনবোর্ডসহ যাবতীয় নথিপত্রে নতুন নাম ব্যবহার নিশ্চিত করতে।

RSS
Follow by Email