শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Led02জেলাজুড়েরাজনীতি

আহবায়কসহ বিএনপির ৩৪ নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুব রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য আব্দুল হাই রাজুসহ ৩৪ জনকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে বুধবার (৩০ আগস্ট) গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন জেলা বিএনপির দুই শীর্ষ নেতা।

তাদের দাবি, ‘সরকারের হরিলুটের বৈধতা দিতে আজ্ঞাবহ তাঁবেদার প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। ‘

দ্রুত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

৩০ আগস্ট মধ্যে রাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

RSS
Follow by Email