মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
রাজনীতি

আহত আকবর‘র খোঁজ নিলেন বিএনপি নেতা মাজেদুল ইসলাম

লাইভ নারায়ণগঞ্জ: দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত আকবর হোসেনের খোঁজ খবর নিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম। আহত আকবর হোসেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নিযুক্ত আছেন।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় আকবর হোসেনের খোঁজ খবর নিতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে যান মাজেদুল ইসলাম। হামলা হওয়ার পর থেকেই আকবরের সবসময় খোঁজ খবর নিচ্ছিলেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, ২নং ওর্য়াড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সদস্য ইউসুফ মিয়া, আব্দুল মান্নান মনা, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের আইনউপদেষ্টা হাবিবুর রহমান মাসুম ও মোক্তার হোসেনসহ আরো অনেকে।

উল্লেখ্য, শুক্রবার (১ নভেম্বর) বাড়ি ফেরার পথে আকবর হোসেনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

RSS
Follow by Email