সোমবার, নভেম্বর ৩, ২০২৫
Led04রাজনীতি

আসন্ন জাতীয় নির্বাচনের প্রথম টিজার প্রকাশ

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ৪৮ সেকেন্ডের ওই ভিডিও টিজারটি প্রকাশ করা হয়।

রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

টিজারটি প্রকাশ করে ফেসবুক ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘আজ থেকে শুরু হলো জাতীয় নির্বাচন-২০২৬ এর ক্যাম্পেইন।’

প্রথম টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।

টিজারের বার্তা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে উৎসবমুখর পরিবেশে দেশের জনগণ ভোট দিতে যাবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণই দেশের মালিকানা বুঝে নেবে।

RSS
Follow by Email