বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04বিশেষ প্রতিবেদন

আশ্বিনের বৃষ্টিতে না.গঞ্জ শহরের পথে পথে জলাবদ্ধতা

লাইভ নারায়ণগঞ্জ: আশ্বিনের মাঝামাঝি সময়ে এসে বেড়েছে বৃষ্টির দাপট। কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি করে গগণ চিরে ঝরছে বৃষ্টি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই এমন অবস্থা থাকায় ভোগান্তিতে পড়েছেন নারায়ণগঞ্জ শহরাঞ্চলের অফিসগামী ছাড়াও জীবিকার তাগিদে গন্তব্যে ছুটে চলা মানুষ।

এদিন সকাল থেকেই কখনো ঝিরিঝিরি আবার কখনো মুষলধারে বৃষ্টিতে ইতোমধ্যেই শহরের বেশকিছু সড়ক ও এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিভেজা সড়কগুলোতে কোথাও কোথাও যানবাহনের জটলাও দেখা গেছে। সবমিলিয়ে গত কয়েক দিনের বৃষ্টিতে তাপপ্রবাহের দাপট কমলেও যানজট আর জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে নারায়ণগঞ্জ শহরের পথে পথে।

বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত কখনো থেমে থেকে আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে এর মধ্যেই শহরের সড়কগুলোয় বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলে ছুটতে দেখা গেছে গন্তব্যে ছুটে চলা মানুষদের।

সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ শহরের মুল সড়ক তথা বঙ্গবন্ধু সড়কের অনেকটা স্থান পানির নিচে। অন্যদিকে, শহর লাগোয়া গলাচিপা, আমলা পাড়া, কলেজরোড, জামতলা, মাসদাইরসহ বেশ কিছু এলাকার অনেকটা সড়কই পানির নিচে। পরিবহন না পেয়ে বেশিরভাগ মানুষ ওই ময়লা পানি মারিয়ে রওনা হচ্ছে নিজ নিজ গন্তব্যে।

এদিকে আজ দিনভর বৃষ্টিপাতের এমন দাপট থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

RSS
Follow by Email