সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led05বন্দর

আশুলিয়ায় ডাকাতি: বন্দরে ১১ গরু ও ২ মহিষ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আশুলিয়ায় ডাকাতি হওয়া একটি গরু বোঝাই ট্রাকের লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বন্দর উপজেলার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ১১টি গরু এবং ২টি মহিষ উদ্ধার করা হয়।

শনিবার (১৬ আগস্ট) রাতে আশুলিয়ার বিশ মাইল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে একদল ডাকাত একটি ট্রাক থেকে এসব গবাদিপশু ছিনিয়ে নিয়েছিল।

কামতাল তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (ইনচার্জ) শাহাদাৎ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা জানতে পারেন যে, ডাকাতির গরুগুলো দৌলতপুর এলাকায় স্থানীয় সুজন কসাই ও সজিব কসাইয়ের তত্ত্বাবধানে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত গবাদিপশু আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email