সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
Led02আদালত

আলোচিত ইউপি চেয়ারম্যান হত্যার রায়ের ৬ দিন পরই আসামী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: রায়ের মাত্র ৬ দিনের ব্যবধানে রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল কালামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রূপগঞ্জের দরিকান্দি ব্রীজ গাজী সেতু এলাকা থেকে মঙ্গলবার (১৫ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ৪৯ বছর বয়সী আবুল কালাম নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাখালী এলাকার হাসান ভূঁইয়ার ছেলে।

জানা গেছে, ২০০১ সালের ১৪ নভেম্বর ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন ১৫ নভেম্বর নিহতের ছেলে সোহেল রানা ১৭ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে ১৭ জনকেই আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে চলতি বছরের ৬ আগস্ট আবুল কালামসহ আরও এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন আদালত।

একই সাথে ১৫ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী আবুল কালামকে ১৫ আগস্ট রূপগঞ্জের দরিকান্দি ব্রীজ গাজী সেতু এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email