শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
অর্থনীতি

আলু সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

লাইভ নারায়ণগঞ্জ: আলু সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি প্রদান করেছে ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) ও ‘কনশাস ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) নামের দুই সংগঠন। সোমবার (১৮ নভেম্বর) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার মানববন্ধন এবং পরবর্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়।

মানবন্ধনে সিসিএস জেলা সমন্বয়ক মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো: সাইফুল ইসলাম, অমিত হাসান, তারেক হাসান, অনিক খান, রিফাত হোসেন অন্তু, ফয়সাল প্রমূখ।

মানববন্ধনে জেলা সমন্বয়ক মনিরুল ইসলাম মনি বলেন, কোল্ডস্টোরেজ মালিকরা ও অসাধু ব্যবসায়ীরা মিলে সিন্ডিকেট তৈরি করে আলুর দাম অযৌক্তিক ভাবে বৃদ্ধি করছে। তারা ভোক্তাদের জিম্মি করে অধিক দামে আলু বিক্রি করছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে ভোক্তাদের মাঝে ন্যায্য মূল্যে আলু বিক্রি করা হোক। প্রয়োজনে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আলুর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ।

এছাড়াও মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দেশে বার্ষিক আলুর চাহিদা ৯০ লাখ টন, উৎপাদন হয়েছে ১ কোটি টনের বেশি, দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজে মজুদ রয়েছে ৪০ লাখ টনেরও বেশি যা আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি। বর্তমানে মজুমদারেরা কৃত্রিম সংকট তৈরি করে হিমাগার থেকে ক্রয়-বিক্রয় রশিদ ছাড়া বেশি দামে আলু বিক্রি করছে এবং বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে ভোক্তাদের জিম্মি করে ফেলছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম মনি, মো: সাইফুল ইসলাম, তারেক হাসান, অমিত হাসান, আরিফিন রওশন, নিরব রায়হান, রিফাত হোসেন অন্তু, অনিক খান, ফয়সাল আহমেদ, কামরুল হাসান সহ সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, সরকারি কদম রসুল কলেজ, বিমু কলেজের শিক্ষার্থীবৃন্দ।

RSS
Follow by Email