বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
রাজনীতিসদর

আলীরটেকে সেলিম ওসমান ‘জায়গা বিক্রি কইরেন না’

লাইভ নারায়ণগঞ্জ: আলীরটেক ইউনিয়নবাসীর নিজ জায়গা বিক্রি না করার জন্য অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

তিনি বলেছেন, ‘এখন আলীরটেকে ৩০ হাজার মানুষ। ফেরী চালুর পর আগামী ১ বছরের মধ্যে ৫০ হাজার মানুষের বসবাস হবে। আপনারা সহজে জায়গা বিক্রি করে দিয়েন না। পরে না হলে কপাল থাপরাবেন। রাস্তাঘাট যত হবে, ব্যবসা, বাণিজ্য উন্নয়ন তত বাড়বে।’

শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ডিক্রিরচর খেয়াঘাটে ফেরী সার্ভিসের উদ্বোধনের পর আলীরটেকে ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

সেলিম ওসমান বলেন, ‘আপনারা যদি কৃষি কাজ করেন, তাহলে শহর থেকে কোন পণ্য এনে খেতে হবে না। আপনারা যদি উদ্যোগ নেন, তাহলে কোরবানীর পশুও বাহির থেকে কিনে এনে কোরবানী করতে হবে না। এখানেই সম্মেলিত ভাবে উদ্যোগ নিতে পারেন। এখানে প্রচুর পরিমান গাস আছে। আপনারা উদ্যোগ নিলে অবশ্যই সফল হবেন।’

সেলিম ওসমান আরও বলেন, ‘আলীরটেকের জন্য ৫০ টন চাল এবং গমের বরাদ্দ আমি আগামীকাল দিবো। কাবিখার মাধ্যমে ৩৫ লাখ টাকা রাস্তা ঘাট ও মসজিদ উন্নয়নের জন্য আমি দিবো। আমার কাছে ৫০ ভান টিন ও ১ কোটি ৮০ লাখ টাকা আছে, সে গুলোও আমি আগামীকাল সকালে বরাদ্দ দিবো।’

এসময় উপস্থিত ছিলেন- সেলিম ওসমানের সহধর্মিনী ও বিশিষ্ট শিক্ষানুরাগী নাসরিন ওসমান, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, এনসিসি ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।

RSS
Follow by Email