রবিবার, অক্টোবর ৫, ২০২৫
Led04রাজনীতি

আলীরটেকে টিপু-সাখাওয়াতের লিফলেট বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় নির্বাচনের আগে নিজেদের সাংগঠনিক অবস্থান জোরদার করতে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার জাতীয় রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। তারই অংশ হিসেবে গতকাল রবিবার (৫ অক্টোবর) বিকেলে সদর থানার আলীরটেক ইউনিয়নে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচি শেষে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে আলীরটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন বাজার, পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।

এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন বিএনপির সিনিয়র মাহবুবুল আলম জুলহাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সরকার, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

RSS
Follow by Email