শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
Led03সদর

আলীরটেকে ছাত্রলীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: আলীরটেকে ছাত্রলীগ নেতা মো. শফিকুল ইসলাম বিপ্লবকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাসির উদ্দিন।

আটককৃত ছাত্রলীগ নেতা মো. শফিকুল ইসলাম বিপ্লব সদর থানার আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাসির উদ্দিন জানান, সোমবার আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লবকে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে, গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সদর থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email