সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
Led05রাজনীতি

আরও একটি সংসদীয় কমিটির সদস্য হলেন শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন। এর আগে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন তিনি। এ নিয়ে মোট তিনটি মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন শামীম ওসামন।

তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান মান্না।

উল্লেখ্য, ৮ম শ্রেণিতে পড়াশোনা অবস্থায় ছাত্র রাজনীতি দিয়ে শামীম ওসমান শুরু করেন রাজনৈতিক বর্ণাঢ্য জীবন। পরর্বতীতে সরকারি তোলারাম কলেজর ভিপি নির্বাচিত হন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নির্বাচনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ ৪ (ফতুল্লা-সিদ্বিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী পরিবারের সদস্য শামীম ওসমান ১৯৯৬-২০০১ মেয়াদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। এরপর ২০১৪ সালে দশম, ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ হতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য তিনি।

RSS
Follow by Email