সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
অর্থনীতি

আরএসসি প্রতিনিধি দলের সাথে বিকেএমইএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

লাইভ নারায়ণগঞ্জ: আরএমজি সাসটেইনেবল কাউন্সিলের (আরএসসি) প্রতিনিধি দলের সাথে বিকেএমইএ নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিকেএমইএ ঢাকা কার্যালয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি ফজলে শামীম এহসান, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল।

পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন আশিকুর রহমান, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মিনহাজুল হক। এছাড়া বিকেএমইএ’র সাবেক পরিচালক মাহতাব চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরএসসির প্রতিনিধি দলে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক, প্রধান নিরাপত্তা কর্মকর্তা জর্জ বার্নার্ড ফলার, প্রধান হিসাব রক্ষক মোহাম্মদ মোমেনুল ইসলাম, রেমিডিয়েশন বিভাগের প্রধান সেফাত আহমেদ ও অগ্নি নিরাপত্তা বিভাগের দুই প্রকৌশলী ।

আরএসসির সদস্য হিসেবে নতুন কারখানার অন্তর্ভুক্তি ও প্রক্রিয়া সম্পর্কে অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এছাড়া ভবিষ্যতে আরএসসি ও বিকেএমইএ পারস্পারিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের নীটওয়্যার খাতের উন্নয়নে কাজ করবে বলে অনুষ্ঠানে আশা ব্যক্ত করা হয়।

RSS
Follow by Email