বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04ক্রীড়াজেলাজুড়েসদর

আমিনুর রহমানের মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের শোক

লাইভ নারায়ণগঞ্জ: জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সাবেক সদস্য হাজী আমিনুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন।

শনিবার (১৮ মে) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসিরের স্বাক্ষরিত এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।

বার্তায় জানানো হয়, জাতীয় দলের এই সাবেক ফুটবলার ও এ্যাথলেট এবং ক্রীড়া সংগঠকের মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন জাতীয় দলের এই সাবেক ফুটবলার।

RSS
Follow by Email