বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led04রাজনীতি

আমার মনে হয়না নির্বাচনের পট পরিবর্তন হবে: শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আমার মনে হয়না নির্বাচনের পট পরিবর্তন হবে। আমরা ওদেরকে নিয়ে চিন্তা করছি না। আমরা সব দলও যদি নির্বাচনে অংশগ্রহণ করি কিন্তু জনগণ ভোট দিতে আসলো না, তাহলে তো হবে না। জনগণ যখন ভোট দিতে আসবে তখন ওই নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচন বলা হবে। একটা গ্যারান্টি দিতে চাই, নির্বাচন ১০০ ভাগ ফেয়ার হবে। ঘাড় ঘুরিয়ে কেউ ভোট দিতে পারবে না। উৎসবের সাথে নির্বাচন হবে। ভোট দিবে যে যার মতো।’

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে শামীম ওসমান তার মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- ছেলে ইমতিনান ওসমান অয়ন।

শামীম ওসমান বলেন, ‘ভোট না দিলে আপনি সরকারের সমালোচনা করার কোন অধিকার রাখেন না। যখন আপনি ভোট দিবেন, তখন আপনি বলতে পারবেন যে কি হচ্ছে দেশে। আপনি ভোট না দিয়ে ঘরে বসে চা খাবেন, আর বলবেন কি হচ্ছে দেশে; এটার অধিকার আপনার নাই।’

‘আপনারা দেখেন, ইউরোপে মানুষ কত সুন্দর ভাবে ভোট দিতে যায়, তারপরেও ৩০ ভাগ ভোট কাষ্ট হয় না।’

তিনি বলেন, ‘আমি জনগণের প্রতি আহ্বান রাখবো, যাকে ইচ্ছা তাকে ভোট দেন, আমাকে দিয়েন না; কিন্তু ভোট কেন্দ্রে আসেন। কারণ এটা আপনার অধিকার। আপনি আপনার অধিকারটা নষ্ট কইরেন না। আধাঘন্টা হয়তো কষ্ট হবে আপনার, কিন্তু ভোটটা দেন।’

RSS
Follow by Email