শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
Led01রাজনীতি

‘আমার নারায়ণগঞ্জ’ সংগঠনের আত্মপ্রকাশ: রাজনৈতিক, ব্যবসায়িক ও প্রশাসনিক পরিবর্তনের আহ্বান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পুরোনো ঐতিহ্য ফেরাতে তারা রাজনৈতিক, ব্যবসায়িক ও প্রশাসনিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সপ্তম তলায় ‘আমার নারায়ণগঞ্জ’ নামে একটি নতুন নাগরিক সংগঠনের উদ্যোগে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা নারায়ণগঞ্জকে যানজট মুক্ত, নিরাপদ ও শান্তিময় হিসেবে গড়ার লক্ষ্যে ঐকমত্য পোষণ করেন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও মডেল গ্রুপের এমডি মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে এ গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, নাগরিক, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। বৈঠকে ‘কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক বিভিন্ন অভিমত ব্যক্ত করেন তাঁরা। এ সময় নারায়ণগঞ্জ শহর নিয়ে বিভিন্ন সমস্যা ও সেগুলো সমাধান তুলে ধরেন। শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ইতিবাচক নারায়ণগঞ্জ গড়া সম্ভব বলেও মন্তব্য করেন তারা।

নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর জামায়াতে ইসলামের সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, জামায়াতে ইসলামীর মহানগরের আমীর আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, বিকেএমএই’র সাবেক সভাপতি ফজলুল হক, প্রেস ক্লাবের আরেক সাবেক সভাপতি ফজলুল হক রুমন রেজা, ন্যাশনাল আওয়ামী পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসলাম, ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি মো. নূরউদ্দিন, ইসলামী আন্দোলনের মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারী নেত্রী পপি রানী সরকার প্রমুখ।

অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বাণিজ্যিক নগরী হিসেবে নারায়ণগঞ্জের ইতিহাস তুলে ধরেন বলেন, আমরা সকলেই একটা ইতিবাচক শহর গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। আমাদের লড়াই সংগ্রাম দীর্ঘদিন যাবত জারি রয়েছে। আমাদের সামনে আমাদের একটা লক্ষ্য বাস্তবায়নের সুযোগ এসেছে। সেই সুযোগ আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সবাই মিলে আলোচনার মধ্যে দিয়ে একটি জায়গায় উপনিত হওয়ার জন্যই আজকের এই আয়োজনটি। আমাদের নারায়ণগঞ্জে বিভিন্ন প্রচারণা রয়েছে দেশে এবং দেশের বাহিরে, তবে খুব ইতিবাচক প্রচারণা না। আমরা যারা নারায়ণগঞ্জে বসবাস করি, আমাদের এই নারায়ণগঞ্জে বাস্তবতা, ইতিহাস, সংস্কৃতি না জানার কারণে আমাদের মধ্যে একটি হীনমন্যতা কাজ করে।

তিনি আরও বলেন, আমাদের নারায়ণগঞ্জে মন্ডলপাড়া যে মসজিদটি রয়েছে, সেটি তৈরী হয়েছে ১৪৮২ সালে। এছাড়া বন্দরে শাহী মসজিদটি একই সময়ে তৈরী করা হয়। বাণিজ্যের দিক থেকে ও অর্থনীতির দিক থেকে আমাদের নারায়ণগঞ্জ একটি গৌরব। নারায়ণগঞ্জের অনেক ঐতিহ্য রয়েছে, কিন্তু নারায়ণগঞ্জে সন্ত্রসের প্রথার কারণে এগুলো চাপা পড়ে গেছে। আমাদের এখন এই পরিচয় উঠে এসেছে যে, নারায়ণগঞ্জ একটি সন্ত্রাস-গডফাদারের নগরী। এখানে মানুষ বসবাস করলে লাশের পর লাশ তারা ফেলে দেয়। এবং এই প্রচরণা মিথ্যা নয়, এর বাস্তবতা আছে আমরা দেখেছি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আমরা সেই নারায়ণগঞ্জ চাই যেই নারায়ণগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থনৈতিক ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান ভূমিকা রাখে সেসকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যাদের মধ্যে মানবিক গুনাবলী থাকবে; তাদের নেতৃত্ব আমরা নারায়ণগঞ্জে দেখতে চাই। ভালো নেতৃত্ব তৈরি করা গেলে নারায়ণগঞ্জকে এগিয়ে নেয়া যাবে। এই কাজটি করার জন্য আমাদের কিছু চিন্তা চেতনা পরিবর্তনের দরকার রয়েছে।

প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, সকল আর্থিক খাতে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, প্রশাসনের লোকজন নারায়ণগঞ্জে কেবল মধু খেতে আসেন। প্রশাসনকে শক্তিশালী করার কোনো উদ্যোগ তাদের থাকে না। প্রশাসনকে নিরপেক্ষ ও দক্ষ করে তোলার জন্য নাগরিক পর্যায় থেকে চাপ বজায় রাখতে হবে।

বিকেএমএই’র সাবেক সভাপতি ফজলুল হক এই আয়োজনে আমন্ত্রণ জানানোর পরও জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কেউ উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের অধক্ষ্য ফজলুল হক রুমন রেজা বলেন, যদি সাতদিনে যানজটমুক্ত করা সম্ভব হয় তাহলে অনেককিছু বদলে যাবে। কেননা এর সাথে শুধু রাজনৈতিক নয় প্রশাসনিক লোভও আছে।

মহানগর জামায়াতে ইসলামের সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ বলেন, বদনামের চেয়ে আমাদের সুনামের ইতিহাস অনেক। কিন্তু আমরা অনেকে তা বলি না, জানিও না। ৫ আগস্টে রাজনৈতিক পরিবর্তন এসেছে কিন্তু এখনও মানুষের দুর্ভোগ কমেনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, চিকিৎসা সেবার মান উন্নত করতে না পারলে একটি বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলা যাবে না। এ শহরের লাইফ-লাইন শীতলক্ষ্যা নদীকে দূষণ ও দখলমুক্ত করতে হবে।

ন্যাশনাল আওয়ামী পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, চিকিৎসা ও শিক্ষাখাতেও আমূল পরিবর্তন আনতে হবে।

নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক বলেন, ফুটপাত হকারমুক্ত করে সাধারণ পথচারীদের হাঁটার সুযোগ করে দিতে হবে।

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল বলেন, শিল্পঘন এ জেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

নাগরিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি মো. নূরউদ্দিন সন্ত্রাস ও দূষণমুক্ত নারায়ণগঞ্জ চান বলে জানান ।

ইসলামী আন্দোলনের মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘নিরাপদ ও শান্তিময় নারায়ণগঞ্জ’ গড়ার লক্ষ্যে সকলকে হাতে-হাত রেখে কাজ করতে হবে।

সবশেষ সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও মডেল গ্রুপের এমডি মো. মাসুদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জে জেলা প্রশাসক আছে, এসপি আছে, সিটি কর্পোরেশনের প্রশাসক আছে, তাদের কর্মকান্ডের সাথে নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন যায় না। নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন নারায়ণগঞ্জের মানুষের নজরে দেখতে হবে, না হলে আপনারা যেতে পারেন। আপনারা যদি নারায়ণগঞ্জের ভালো চান, কাজ করতে ইচ্ছা থাকে তাহলে আপনারা থাকেন; না হলে আরও অনেক জায়গা আছে কাজ করার সেখানে যান।

RSS
Follow by Email