আমাদের ১ দফা দাবির আহ্বানে ছাত্র-জনতা রাজপথে নেমে আসে: মামুন মাহমুদ
লাইভ নারায়ণগঞ্জ: শেখ হাসিনার পলায়নের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, এই বিজয় শুধু একটি রাজনৈতিক দলের নয়, এটি জনমানুষের এবং গণতন্ত্রের বিজয়। জনগণ ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারে না।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ ১৫ বছর ধরে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে জুলুম, অত্যাচার, গুম ও খুন সহ্য করে রাজপথে অবিচল ছিল। গত বছরের জুলাই মাসে আমাদের ১ দফা দাবির আহ্বানে সাড়া দিয়ে ছাত্র-জনতা রাজপথে নেমে আসে এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে।”
তিনি আরও বলেন, “আজকের এই বিজয় র্যালি প্রমাণ করে যে জনমানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারে না। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদীর জায়গা হবে না।”
মামুন মাহমুদ অভিযোগ করেন, “কক্সবাজারে একটি ষড়যন্ত্রের মিটিং হয়েছে, যাতে আগামী নির্বাচনকে ভণ্ডুল করা যায়। তবে কোনো ষড়যন্ত্রই জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মাথায় রাখে না। তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আগামী দিনেও ভোটের অধিকার আদায়ের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে এবং ফ্যাসিবাদকে চিরতরে বিতাড়িত করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সাবেক দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম বাবুল, সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।