শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04রাজনীতিসদর

আমাদের সম্পদের উপর শকুনদের নজর পরেছে: খোকন সাহা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আমরা চাই নারায়ণগঞ্জের প্রতিটি আসনে ৬০-৭০ ভাগ ভোট কাস্টিং হোক। জনগনকে ভোট কেন্দ্রে আনতে হবে। ওই শকুনদের দেখাতে হবে, তোমাদের পা চাটা গোলামরা নির্বাচনে না আসলেও বাংলাদেশের জনগন নির্বাচনে আসবে। আরে যুক্তরাষ্ট্রেও তো ৮-১২ ভাগ ভোট কাস্ট হয়। সেখানে তো প্রতিমাসে বন্দুক যুদ্ধে মানুষ মারা যায়। ওইখানে মানবাধিকার ক্ষুন্ন হয় না। ওরা বাংলাদেশকে আফগানিস্তান/লিবিয়া বানাতে চায়। এটা হবে না বাংলাদেশে।

সোমবার (১১ ডিসেম্বর) বাদ মাগরিব পুরান কোর্ট এলাকায় অবস্থিত নিজের ব্যাক্তিগত কার্যালয়ে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

এড. খোকন সাহা বলেন, নেত্রীর প্রতি আল্লাহ খাস রহমত করছে। রহমত না থাকলে উনি টিকে থাকতে পারতো না। রাখে আল্লাহ মারে কে। আমাদের মাটির নিচে সম্পদ ভাসতেছে। ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলা হয়েছে, কিন্তু আমি বলি ২০৩৫ সালের মধ্যে হয়ে যাবে। এই সম্পদের উপর শকুনদের নজর পরেছে। কেউ চায় সেন্টমার্টি, কেউ চায় এটা কেউ চায় ওইটা। শেখ হাসিনা কিন্তু কারো সাথে আপোস করতে রাজি নয়।

বিএনপির উদ্দেশ্যে এড. খোকন সাহা বলেছেন, এবারও বিএনপির বন্ধুরা নির্বাচনে ফেল করছে। এই কয়েকদিনে ৩০০র বেশি গাড়ি পুড়িয়েছে, ট্রেনে আগুন দিসে, মানুষ মারছে, মৃত পুলিশকে কুপিয়েছে যা আমরা সকলেই দেখেছি। ওরা বাংলাদেশটাকে লিবিয়া বানাতে চায়। বাংলাদেশে কিন্তু বঙ্গবন্ধুর কন্যার সাথে তারা পারে নাই।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল ইসলাম।

এসময় আরও উপিস্থি ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, মহানগর তাতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম শাহেদ, ২৭ নং ওর্য়াড আওয়ামী লীগ নেতা ইসলাম বুলু, কাউন্সিলার সিরাজুল ইসলাম, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনু, মোজবা উদ্দিন ২৫ নং ওয়াড আওয়ামী লীগ নেতা শাহ আলম, আলামিন আহমেদ, ফয়েজ মোল্লা। ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ জনি, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহাবুবুবর রহমান কুদ্দুস, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার সবুজ, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান খোকন, সোহেল করিম রিপন, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রবিসহ আরো অনেকে।

RSS
Follow by Email