আমাদের রাজনৈতিক বক্তব্য বাদ দিতে হবে: আসাদুজ্জামান
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, আমাদের রাজনৈতিক বক্তব্য বাদ দিতে হবে। আরব সমাজ যেভাবে বক্তব্য দেয়, সেভাবে আমাদের এখানে দিলে এই মাদক নির্মূল সম্ভব। আর এতেই সমাজের বিভিন্ন শ্রেণীর লোকরা এগিয়ে আসবে। মেম্বার, চেয়ারম্যান বা পুলিশ একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। এতে আমরা অসহায় বোধ করি। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে এনায়েতনগর ইউনিয়ন পরিষদে একটি মাসিক আইন শৃঙ্খলা সভায় এ কথা বলেন তিনি।
এসময় আসাদুজ্জামান আরও বলেন,‘ কিছুদিন আগেও যে স্কুলগুলোতে প্রধান শিক্ষক জোর করে পদত্যাগ করানো হয়েছিল। সেখানে আমি বলেছিলাম এভাবে জোর করে পদত্যাগ করানো যায় না। প্রয়োজনে আইনের আশ্রয় নিতে হয়। আমরা বিভিন্ন জায়গায় এগুলো বলেছি, এটা তো কোন প্রক্রিয়া হতে পারে না।’