আমাদের নিঃশ্বাসে কেনো মিশে যায়না বঙ্গবন্ধু: এসপি রাসেল
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেছেন, আমি স্বরণ করছি ১৯৭৫ সালের ঘাতকের গুলিতে নিহত লড়াকু নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর নিহত পরিবারকে, শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধাদের প্রতি। মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের প্রজন্মে থেকে প্রজন্মান্তরে জানাতে হবে। বন্দরে এই স্মৃতিসৌধ যত মানুষ দেখতে আসবে ততমানুষই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানবে। এটি সত্যিই একটি অনন্য অবদান। এই স্মৃতিসৌধ না থাকলে মানুষ দ্বারে দ্বারে গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারতো না।
শনিবার (২২ জুলাই) বন্দর রেললাইন সংলগ্ন সমরক্ষেত্রে নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, অনেকেই বলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা জানি না বা তুলে ধরি না। কিন্তু এই সঠিক ইতিহাস তুলে ধরার দায়িত্ব সকলের। যারা সরকারি কর্মকর্তা তাদের এবং বীরমুক্তিযুদ্ধাদের এই ইতিহাস তুলে ধরা দায়িত্ব। প্রতিটা পরিবার থেকে প্রতিটা সন্তানের মুক্তিযুদ্ধের ইতিহাস শেখাতে হবে। আমার খুব লজ্জার ব্যাপার, আমার এক পুলিশ সদস্যকে জিজ্ঞাসা করেছি ‘জাতীয় দিবস কবে?’ সে বলতে পারে নাই। এই লজ্জা কার! এই লজ্জা আমার। কেনো আমাদের পাঠ্যপুস্তকে শিখতে হবে মুক্তযুদ্ধ কেনো শিখতে হবে বঙ্গবন্ধু। এটা আমাদের মনের মধ্যে, রক্তের শিরায় শিরায়, আমাদের নিঃশ্বাসে কেনো মিশে যায়না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।