বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04জেলাজুড়েরাজনীতিসদর

আমাদের দাবি ফ্যাসিস্ট সরকার সহ্য করতে পারে না: এড. সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: সারা দেশের সব উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে বিএনপি। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও খন্ডে খন্ডে বিভিন্ন মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে নগরীর প্রেস ক্লাবের সামনে পুলিশের বাধায় মিছিল পন্ড হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সোয়া ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদ্য কারামুক্ত সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিলটির আয়োজন করা হয়। সে সময়ে পুলিশ তাদের মিছিল করতে বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের কালো পতাকা ও ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সাথে ধস্তা-ধোস্তি হয়। পরে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ স্থান ত্যাগ করে বালুর মাঠ এলাকায় গিয়ে মিছিল বের করে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি থামাতে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজ-বন্দীদের মুক্তির ও মিথ্যা মামলা প্রত্যাহার, ৭ তারিখের নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক কালো পতাকা মিছিলের আয়োজন করা হয়। এটি একটি শান্তিপূর্ণ মিছিল। কিন্তু আমাদের দাবি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার সহ্য করতে না পেরে পুলিশ দিয়ে আমাদের বাধা দেয়। পুলিশের কর্মকর্তারা এসে আমাদের মিছিলের ব্যানার ছিনিয়ে নেয়। দেশের অবস্থা এমন হয়েছে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। এই সরকারের বিরুদ্ধে যারা যাচ্ছে তাদের পর্যায়ক্রমে অধিকার হরণ করে নেওয়া হচ্ছে। আমরা এর তীব্র জানাই। আমরা অবিলম্বে বেগম খালেদাসহ সকল রাজবন্দীর মুক্তি চাই, দ্রব্যমূলে যাতে ক্রয়সীমার মধ্যে আসে এবং ৭ তারিখের নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচন করার দাবি জানাই।

RSS
Follow by Email