সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
রাজনীতি

আমাদের দলবদ্ধভাবে যাওয়া সম্ভব না: গিয়াসউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপি মহাসমাবেশে নেতাকর্মীদের আমাদের দলবদ্ধভাবে যাওয়া সম্ভব না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন।

বুধবার (২৬ জুলাই) এক বার্তায় তিনি এসব কথা জানান।

তিনি জানান, গতকাল থেকেই আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশের অভিযান হচ্ছে। যাদের যেখানে পাচ্ছে তাদের সেখান থেকে গ্রেপ্তার করছে। আমরা মহাসমাবেশে যোগদান করার জন্য যে গাড়ি ভাড়া করেছি সেই গাড়ি ওয়ালারা আমাদের টাকা ফেরৎ দিয়ে যাচ্ছে। যারা অগ্রিম টাকা দিয়ে আসছি তারাও ফেরৎ পাঠাচ্ছে। সরকার দলের লোকজন গাড়ির ড্রাইভারদের ভয়ভীতি দেখাচ্ছে, তাদের গাড়ি দিতে নিষোধ করছে। তাদের গাড়ি ভাঙ্গচুর করা হবেও বলছে। তাই এখন আর আমাদের দলবদ্ধভাবে যাওয়া সম্ভব না। আমরা নিজেদের মতো করে যে ভাবে সুযোগ বুঝে মহাসমাবেশে অংশগ্রহন করবো।

RSS
Follow by Email