আমাদের ঐক্যই মূল শক্তি: এড. টিপু
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সোমবার (৬ অক্টোবর) বিকেলে মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার অন্তর্গত ২০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে নেতা-কর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
কর্মীসভায় প্রধান বক্তা অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান সাংগঠনিক শক্তি ও ঐক্যের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন “নেতাকর্মীদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা একে অপরের পাশে থাকবেন। মানুষের দৌড় গোড়ায় গিয়ে তাদের কথা শুনবেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ থাকবেন।”
তিনি বিগত সরকারের আমলে নির্যাতিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, “যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত হয়েছেন। তারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের ঐক্যই আমাদের মূল শক্তি।”
সুবিধাবাদী এবং বিভেদ সৃষ্টিকারীদের ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কেউ যাতে আমাদের মধ্যে বিভেদ তৈরী করতে না পারে। যাতে করে কোন সুবিধাবাদীরা আপনাদের ব্যবহার করে সুযোগ নিতে না পারে।”
টিপু নেতাদের প্রতি আহ্বান জানান, “নেতাদের কাছে আহ্বান থাকবে আপনারা আপনাদের কর্মীদের বেশী বেশী খোঁজ খবর নিবেন। এবং তাদের নিয়ে জনগণের পাশে দাঁড়ান।”
তিনি বলেন, ন্যায়ের জন্য বিএনপি ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছি এবং ভবিষ্যতেও করবো।
প্রধান অতিথি হিসেবে কর্মীসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওত হোসেন খান, যিনিও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া সভায় বক্তৃতার পর উপস্থিত নেতারা ২০ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এতে ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত থেকে কর্মসূচিতে সমর্থন জানান।
২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির আহ্বায়ক শাহেনশাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ প্রমুখ।