বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
ধর্মরাজনীতি

আমাদের অনৈক্যের কারণেই ফ্যাসিবাদের উত্থান: মাওলানা ফেরদাউসুর

লাইভ নারায়ণগঞ্জ: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা ফেরদাউসুর রহমান এক বিশেষ সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে, আমাদের অনৈক্যের কারণেই ফ্যাসিবাদীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের আন্দোলনে আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পতনের এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও দেশকে নতুনভাবে গড়ে তোলার সেই স্বপ্ন আজ অনিশ্চয়তায় ঢেকে গেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এসব কথা জানান।

মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, দেশের মানুষ সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দিন গুনছে, যেখানে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রেও গভীর ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। দেশ আজ এক মহা ষড়যন্ত্রের কবলে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি জুলাই-আগস্টের আন্দোলনের মতো আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানান।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারির প্রথম দিকেই একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। যদি নির্বাচন না হয় বা ব্যর্থ হয়, তাহলে দেশ ও জাতি গভীর সংকটে পতিত হবে।” তিনি আরও যোগ করেন, যারা জুলাইয়ের আন্দোলনে টানা ১৫-১৬ বছর সংগ্রাম করেছেন, তাদের মধ্যেই আজ অনৈক্যের ফাটল স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাকেন্দ্রিক জোট, স্বার্থকেন্দ্রিক রাজনীতি ও ব্যক্তিগত লোভ-লালসাই এই বিভাজনের মূল কারণ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা যদি হিংসা-বিদ্বেষ দূর করে আবারও ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে ব্যস্ততা ও বিশৃঙ্খলার সুযোগে ফ্যাসিবাদীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে।”

মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী, ব্যবসা-বাণিজ্যসহ বাংলাদেশের পুরো কাঠামো এখন নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে। দেশের স্বাধীনতা রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আগামী গড়ে তুলতে হলে সব ভেদাভেদ ও স্বার্থ ভুলে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

RSS
Follow by Email