শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
Led01রাজনীতি

আমাদেরকে গণমানুষের পাশে দাঁড়াতে হবে: গিয়াসউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: বারদী বাজারে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর তিনি বারদী বাজার মারকাজ জামে মসজিদে যান। সেখানে সাধারণ জনগণের সাথে তিনি কুশল বিনিময় করেন। স্থানীয় সমস্যার খোঁজখবর নেন সাবেক এই সংসদ সদস্য।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর তিনি বারদী বাজার মারকাজ জামে মসজিদে যান। সেখানে সাধারণ জনগণের সাথে তিনি কুশল বিনিময় করেন। স্থানীয় সমস্যার খোঁজখবর নেন সাবেক এই সংসদ সদস্য।

গণসংযোগ শেষে তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শে আমাদের কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “আমাদেরকে গণমানুষের পাশে দাঁড়াতে হবে।” নেতা-কর্মীদের জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।

মুহাম্মদ গিয়াসউদ্দিনের এই গণসংযোগে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। আরও ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সময় উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, এই গণসংযোগ স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে।

RSS
Follow by Email