‘আমাকে চালানোর মতো নেতা, না.গঞ্জে তৈরি হয় নাই’
লাইভ নারায়ণগঞ্জ: ‘রিমোট্র কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হচ্ছেন জিএম আরাফাত’, সম্প্রতি এমন অভিযোগ করেছেন মহানগর আওয়ামী লীগ ও বন্দর উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। তাদের এই অভিযোগের উত্তর দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা জিএম আরাফাত নিজেই।
গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জিএম আরাফাত বলেন, ‘রিমোট কনন্ট্রোলটা কে, সেটা তো বলতে হবে। আমাকে চালানোর মতো নেতা, নারায়ণগঞ্জে তৈরি হয় নাই।’
তিনি বলেন, ‘আমি কখনো কোথাও পদের জন্য বক্তব্য রাখিনি। আমি কখনো বলিনি যে, আমি সভাপতি সাধারণ সম্পাদক হতে চাই। আমার সৃষ্টি রাজপথে, এই পথ আমায় কোথায় নিয়ে যাবে, সেটা রাজপথই জানে। আমার বক্তব্য ছিলো এটা।’
নেতাকর্মীদের ক্ষুব্ধ হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘তাদের গাত্রদাহ হচ্ছে কারণ, আমি যে সকল বক্তব্য দিয়েছি; তার একটিও তারা ভঙ্গতে পারে নাই। কারণ আমি ডকুমেন্টের কথা বলেছি। আমি বলেছি, মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামীর সন্তানকে সভাপতি করেছে। আমি যে মিথ্যা কথা বলেছি, কই কেউ তো এই কথা বললো না।’
তিনি আরও বলেন, ‘আনোয়ার সাহেব ও খোকন সাহেব যদি আরও ২০ বছর মহানগরের দায়িত্বে থাকে, এতে আমার তো কোন আপত্তি নাই। আমি তো নিজের জন্য কিছু বলি নাই। আমি বলেছি ত্যাগিদের কথা। আমিও তো চাইলে ডেইলি প্রোগ্রাম করতে পারি, তাদের বিরুদ্ধে কথা বলতে পারি। তবে আমি তো পাগল না।’