বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
Led02জেলাজুড়ে

আমরা সুস্থ জাতি গঠন করতে চাই: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: “হাত ধোয়ার নায়ক হোন” স্লোগানকে সামনে রেখে এবার নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস। স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে একটি র‍্যালী ও হাত ধোয়ার প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশল হাতে-কলমে শেখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অনেক সময় মানুষের মধ্যে রোগ জীবাণু স্থানান্তরিত হওয়ার মাধ্যম হয়ে থাকে হাত। তাই আমাদের এই হাত ধোয়ার গুরুত্ব আছে। আমরা সুস্থ জাতি গঠন করতে চাই।”

জেলা প্রশাসক আরও বলেন, “আমরা আমাদের জাতিকে হিরো বানাতে চাই। আগামী প্রজন্ম যারা জাতিকে পরিচালনা করবে, তারা সুস্থ হয়ে বেড়ে উঠুক এই প্রত্যাশা রাখি। আমরা আমাদের আগামী প্রজন্মকে হিরো হিসেবে দেখতে চাই। সবাইকে উজ্জ্বল নক্ষত্র হতে হবে। তাহলে আমরা সে উজ্জ্বল নক্ষত্রকে অনুসরণ করবো।” তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ খানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, সিনিয়র সহকারী কমিশনার টি.এম রাহসিন কবির, মো: নাজমুল হুদা ও মো: মোনাব্বর হোসেন’সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

RSS
Follow by Email