আমরা সাইবার মনিটরিং করছি, এবার নবর্বষ একটু ভিন্ন হবে: লে. কর্নেল সাজ্জাদ
লাইভ নারায়ণগঞ্জ: র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, নারায়ণগঞ্জে চাষাঢ়া এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমরা এই ভ্যানুটা পরিদর্শন করেছি। আমাদের সাথে সকল শ্রেনীর লোকজন আছে। আমাদের র্যাবের টহল থাকবে। আমরা সাইবার মনিটরিং করছি কোন থ্রেড আছে কিনা। আমাদের কাছে নববর্ষ ঘিরে এখনো কোন থ্রেড নাই। আমরা এবার নবর্বষ একটু ভিন্ন হবে।
রবিবার (১৩ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে, পহেলা বৈশাখ’র উৎসবকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা নিশ্চিত করণে সাংবাদিকদের সাথে এক মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ঢাকায় চারুকলায় আগুনের ঘটনায় নারায়ণগঞ্জে এমন কোন শংঙ্কা আছে কিনা? জিজ্ঞাসা করলে লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, দুর্ঘটনা মানে দুর্ষটনা, যেটা হয়েছে সেটা অপ্রত্যাশিত। আমাদের র্যাবের সর্বাত্মক চেষ্টা থাকবে নারায়ণগঞ্জে এমন ঘটনা ঘটবে না। কেউ যদি থ্রেড অনুভব করে তাহলে আমাদের আইনশৃঙ্থলা বাহিনীকে অবগত করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।