আমরা সন্ত্রাসীদের মতো হতে চাই না: দিপু ভুঁইয়া
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ৩১ দফা এটি শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণা নয়, শোষণ থেকে জনগণের মুক্তির আন্দোলন। আমরা সবাই মিলে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেবো। প্রকৃত গণতন্ত্র, দেশের সমৃদ্ধি এবং জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে ধানের শীষের বিকল্প কিছু নেই।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পূর্বাচলের ৪ নম্বর সেক্টর শিমুলিয়া এলাকায় জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন দিপু।
তিনি আরও বলেন, দেশের সঠিকভাবে পরিচালনা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন, যা জনগণের কাছে পৌঁছে দেয়া হবে। জনগণের আস্থা অর্জন করব এবং তাদেরকে জানাবো, ধানের শীষ হলো শান্তির প্রতীক। রূপগঞ্জ ইউনিয়নের ইছাপুরা এলাকায় শত শত কৃষকের জমি দখল করে সাবেক এমপি গাজী এবং তার ছেলে পাপ্পা গাজী সন্ত্রাসীদের মদদদাতা ছিল। তবে এখন তারা সব এলাকা ছাড়া, দেশ ছাড়া হয়ে গেছে। আমরা সন্ত্রাসীদের মতো হতে চাই না, আমরা জনগণের হারানো সম্পদ ফিরিয়ে দিতে কাজ করব। রূপগঞ্জে যেনো আর কখনো বহিরাগত সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। রূপগঞ্জের মাটিতে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই।
বক্তব্য দিপু আরও বলেন, ১৩/এ ধারায় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের, ছাত্রলীগের সভাপতির এবং সরকারি আমলাদের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ করেছে, কিন্তু স্থানীয় জনগণের জন্য বরাদ্দ ছিল না। এসব সমস্ত প্লট বাতিল করে আদিবাসী এবং ক্ষতিগ্রস্তদের নামে প্লট বরাদ্দ করতে হবে।