আমরা ভূমি সেবা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসতে পারিনি, কিন্তু চাই: ডিসি
লাইভ নারায়ণগঞ্জ: হয়রানি ও দালালমুক্ত স্বয়ংক্রিয় ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস আয়োজন করেছে গণশুনানি ও ভূমি মেলা। রবিবার (২৫ মে) সকালে নগরীর খানপুর এলাকায় সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ওই মেলা ও গণশুনানি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণশুনানি করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হাসান সিদ্দিকী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ সেবা প্রার্থীরা।
গণশুনানিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা ভূমি সেবা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসতে পারিনি, কিন্তু আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসতে চাই।” তিনি আরও উল্লেখ করেন, “আমরা ভূমি সেবা, স্বাস্থ্য সেবা, পাসপোর্ট সেবা সহ সকল সেবাকে জনবান্ধব, দালাল ও দুর্নীতিমুক্ত করতে চাই।”
ভূমি সংক্রান্ত মামলার বিষয়ে জেলা প্রশাসক বলেন, “বাংলাদেশে যত মামলা হয়, তার শতকরা ৮০ ভাগই জমি থেকে হয়ে থাকে। এ পর্যন্ত উচ্চ আদালতে ৪৭ লাখ মামলা অপেক্ষায় আছে।” দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এই গণশুনানি ও ভূমি মেলা ভূমি সেবাকে জনগণের কাছে আরও সহজলভ্য ও স্বচ্ছ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।