রবিবার, মার্চ ৩০, ২০২৫
Led03রাজনীতি

আমরা ভাল ছিলাম না, ফ্যাসিস্ট হাসিনা মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আপনারা তারেক রহমানের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী গ্রহণ করে আমাদের কৃতজ্ঞ করবেন। আমরা এত বছর ভাল ছিলাম না। ফ্যাসিস্ট হাসিনা মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। আমাদের নেতা দেশের মানুষকে এই ফ্যাসিস্টের হাত থেকে জনগণকে মুক্ত করতে আমাদের নির্দেশনা দিয়ে আন্দোলন পরিচালনা করেছেন। সেই ধারাবাহিকতায় হাসিনার পতন ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জ বার্মা স্ট্যান্ড এলাকায় নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের আয়োজিত, অসহায় ও বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা সব করে দেবো তা বলতে পারবো না। তবে এটা বলতে পারি, বিএনপি নেতাকর্মীদের কাছে আপনারা জিম্মি থাকবেন না। বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি করবে না। আমরা তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে থেকে আপনাদের মুখে হাসি ফোটাতে চাই।

তিনি বলেন, ধানের শীষের পক্ষে আপনার রায় দিবেন। শেখ হাসিনার কায়দায় তারেক রহমান দেশ চালাবেন না। হাসিনা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আমি বিএনপি নেতাকর্মীদের বলব এমন কোন কাজ করবেন না যাতে আমরা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি।

RSS
Follow by Email