শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led05রাজনীতি

আমরা উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিয়ে সংসদে যাবো: এড. তৈমুর

লাইভ নারায়ণগঞ্জ: তৃণমূল বিএনপির মহাসচিব এড. তৈমুর আলম খন্দকার বলেছেন, সারাদেশে আমাদের অবস্থান খুব ভালো, শুধু মাত্র নিজের মনোবল ঠিক রাখবেন; নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন। আমরা উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিয়ে সংসদে যাবো। আপনারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। যে কোন সমস্যা হলে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পারবো বলে আশা করছি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দলটির প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, আমরা সারাদেশে ৫০৬টা মনোনয়নপত্র বিক্রি করেছি, তাদের মধ্যে মনোনীত করা হয়েছে ২৮০জনকে। প্রথম দিনেই আমাদের ১৫১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। নির্বাচন করার জন্য এখন আমাদের মোট ১৪২জন প্রার্থী রয়েছে।

RSS
Follow by Email