বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led02জেলাজুড়েসিদ্ধিরগঞ্জস্বাস্থ্য

আবারও ভুল চিকিৎসার অভিযোগ, প্রো-অ্যাকটিভ এ নারীর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: আবারও ভুল চিকিৎসায় সালমা হোসেন(৪২) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার(২৮ মার্চ) সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এ ঘটনা ঘটে।

নিহত সালমা হোসেন হলেন ফতুল্লার ইজদাইর বাজার এলাকার ফারুক হোসেনের স্ত্রী।

নিহতের পরিবার গণমাধ্যমকে জানায়, পেট ব্যথার কারণে সালমাকে ২৭ মার্চ দুপুরে প্রো-অ্যাকটিভ হাসপাতালে এনে ভর্তি করা হয়। সারা রাত সে ভালো ছিল। ভোরে সালমাকে একটি ইনসেকশন দেওয়ার পর অবস্থা খারাপ হয়। রোগীকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এর পর সকাল ৮ টায় দেখা যায় রোগীর শরীরে হাত বরফের মত ঠান্ডা হয়ে আছে। পরে ৯৯৯ নম্বারে ফোন করলে পুলিশ আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করে রোগী মারা গেছে।

RSS
Follow by Email