মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
Led03জেলাজুড়ে

আবারও না.গঞ্জে রোহিঙ্গা যুবককে আটক

লাইভ নারায়ণগঞ্জ:
পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসে আবারও এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বায়োমেট্রিক যাচাইয়ের সময় তার পরিচয় গরমিল ধরা পড়লে অফিসের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটককৃত ব্যক্তি নিজেকে আব্দুল আজিজ হিসেবে পরিচয় দিলেও তদন্তে দেখা গেছে, তিনি বাংলাদেশের নাগরিক নন। রোহিঙ্গা ডাটাবেজ যাচাইতে তার আসল নাম আজিজ খান এবং বাবার নাম সালামত খান হিসেবে শনাক্ত হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি মুন্সিগঞ্জের জাতীয়পত্রের পরিচয়ে এবং সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার বাসিন্দা হিসেবে পাসপোর্ট আবেদন ফরম পূরণ করেছিলেন। এছাড়া নিজেকে হাফেজ হিসেবে পরিচয় দিয়েছেন।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি টাকা দিয়ে জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে পাসপোর্ট করার উদ্দেশ্যে অফিসে এসেছিলেন।

পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, প্রথমে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। তিনি নিজেকে হাফেজ পরিচয় দিয়ে ‘আব্দুল আজিজ’ নাম ব্যবহার করেন। জন্ম তারিখ দেখান- ২০০০ সালের ১০ জানুয়ারি। বাবার নাম হাজী নজিবুল্লাহ এবং মায়ের নাম শুকরা বেগম উল্লেখ করেন তিনি। কিন্তু বায়োমেট্রিক মিলানোর সঙ্গে সঙ্গেই পাওয়া যায় তার আসল পরিচয়। তিনি রোহিঙ্গা শরণার্থী আজিজ খান। তিনি বাংলাদেশের নাগরিক নন।

রোহিঙ্গা তথ্য অনুযায়ী, তার প্রকৃত জন্ম তারিখ ২০০১ সালের ৫ জানুয়ারি, পিতার নাম সালামত খান। তিনি বাংলাদেশে প্রবেশ করেন ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, ‘বায়োমেট্রিক যাচাইয়ে তার প্রকৃত পরিচয় শনাক্ত হওয়ার পরই আমরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করি। পাসপোর্ট একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি, এখানে কোনোভাবেই ভুয়া তথ্য গ্রহণযোগ্য নয়। গত ছয় মাসে এখানে পাঁচ জন রোহিঙ্গা নারী ও একজন পুরুষ রোহিঙ্গাকে আটক করা হয়েছে, যারা বিভিন্ন জেলার জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ জাল করেছে। প্রতিটি ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা।’

RSS
Follow by Email