শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led02রাজনীতি

আপনার সন্তানকে বিতর্কিত নয় সঠিক ইতিহাস শেখান: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আপনারা স্বাধীন বাংলাদেশে বসবাস করেন। কখনও ভাববেন না আপনারা একা, সংখ্যালঘু। আপনার শিশু-কিশোরদের বোঝানোর চেষ্টা করবেন, বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে একে অপরের পরিপূরক। আমরা একে অপরের ভাই। যদি মিলেমিলে একসাথে বসবাস করতে না পারি, তবে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। কে ছোট, কে বড়, কে সংখ্যালঘু, কে বড় গোষ্ঠী সেটা দেখার বিষয় না। আমরা সবাই কাঁধে কাঁধ রেখে হিন্দু,মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে একসাথে বসবাস করতে চাই। একে অপরের পাশে দাঁড়াতে চাই। সুখ-দুঃখ নিজেদের মধ্যে ভাগাভাগি করতে চাই।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বিশিষ্ট ব্যবসায়ী ও আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অনেকে।

অনুষ্ঠানে এড. টিপু বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমরা চাই, সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করতে। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা হলে, মুসলিম হিন্দু বৌদ্ধ সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবো। আজকে এখানে শিশু কিশোররা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এসেছে। তাদের অভিভাবকদের বলবো, আপনার সন্তানকে বাংলাদেশের সঠিক ইতিহাস শিখাবেন। বিতর্কিত ইতিহাস শিখানোর চেষ্টা করবেন না। শিশু-কিশোরদের বিতর্কিত ইতিহাস শিখানো হলো আগামী প্রজন্ম বাংলাদেশের ভুল ইতিহাস জানবে।

তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার-এই স্লোগানকে সামনে রেখে আমরা প্রতিটি অনুষ্ঠানে আমাদের আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের রাজনৈতিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কোন মতেই নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত না আসে। তাদের ধর্মীয় উপাসনালয়, পূজা মন্ডপে যেন আঘাত না আসে সেই দিকে লক্ষ রাখতে বলেছেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান অতীতে আপনাদের পাশে ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

RSS
Follow by Email