মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led04জেলাজুড়েরাজনীতিসদর

আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ইসলামী আন্দোলনের দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: সরকার পতনের ১ মাস পূর্তিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ইসলামী আন্দোলনের দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব নগর কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি মুফতি মাসুম বিল্লাহ দোয়া পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাও. হাবীবুল্লাহ হাবিব, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব শেখ হাসান আলী, শহর শাখার সভাপতি আঃ সোবহান প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামীকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত গণ সমাবেশে সকলকে উপস্থিত থাকার জন্য সকলকে উদাত্ত আহবান জানান।

RSS
Follow by Email