শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
ক্রীড়া

আন্দোলনে শহীদদের স্মরণে রূপগঞ্জে মিনিবার ফুটবল টুর্নামেন্ট

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে রূপগঞ্জ মিনিবার ফুটবল টুর্নামেন্ট‘র সমাপ্তি ঘটেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে রূপগঞ্জের সদর ইউনিয়নের কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার যুবদল নেতা ও সাবেক জেলা ছাত্রদলের ১নং সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম। ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন মাসুদের সভাপতিত্বে আয়োজিত ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান টিপু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিম সাবরেজিস্টার খন্দকার গোলাম রাব্বি, পূর্ব সাবরেজিস্টার মোঃ হানিফ, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী, হাজী আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, যুবদল নেতা মনছুর ভুইয়া প্রমূখ।

এই টুর্নামেন্টে রূপগঞ্জ উপজেলার ১৬ টি গ্রামের খেলোয়ারদের অংশ গ্রহণে ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন পাড়াগাঁও একাদশ বনাম গোলাকান্দাইল ফুটবল একাডেমি। এতে গোলাকান্দাইল একাডেমি বিজয় লাভ করেন।

RSS
Follow by Email