আন্দোলনে বিজয়ী স্ক্যানডেক্স লি‘র শ্রমিকরা
লাইভ নারায়ণগঞ্জ: প্রাপ্য পাওনা টাকা আদায়ের আন্দোলনে স্ক্যানডেক্স লিমিটেডের শ্রমিকদের দাবি মেনেছে কতৃপক্ষ। এরই প্রেক্ষিতে আন্দোরনের প্রত্যাশা পূরণে শ্রমিক জাগরণ মঞ্চ’র নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে শ্রমিকরা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ নগরীর শহীদ মিনারে এ অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, শ্রমিক নেতা শামীম আহম্মেদ, আবদুস সবুর, সবুজ শেখ, শাহানাজ, ছাত্র নেতা তৌহিদ, জয়া, সূর্বণা, ইতি, কেয়া প্রমুখ ।
সভায় শ্রমিক নেতা গোলক বলেন, স্ক্যানডেক্স এর শ্রমিকরা দীর্ঘদিন শান্তিপূর্ণ আন্দোলন করেছে। নারায়ণগঞ্জ ও ঢাকায় কলকারখানায় স্বারক লিপি দিয়েছে। প্রধান মন্ত্রীর কাছে স্বারক লিপি দিয়েছে। ঢাকায় বেপজা কার্যালয় ঘেরাও করেছে অবশেষে শ্রমিক জাগরণ মঞ্চ ও বেপজা চেয়াম্যানের ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে বেপজা, আইন অনুসারে গার্মেন্টস্ বিক্রি করে শ্রমিকরা তাদের সকল প্রাপ্য পাওনা টাকা আদায় করে। ক্যানডেক্স শ্রমিদের এই বিজয় শ্রমিক জাগরণ মঞ্চের প্রেরণা হয়ে থাকবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে অনুপ্রানিত করবে ।