রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
Led03Led05জেলাজুড়ে

আন্দোলনের ছবি-ভিডিও আপলোড করতে পুলিশের আহ্বান

লাইভ নারায়ণগঞ্জ: জুলাই-আগস্টের আন্দোলনে ঘটে যাওয়া সহিংসতার যে কোন ছবি ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘জুলাই-আগস্ট গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনাগুলোর তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের লক্ষ্যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন ক্যামেরায় ধারণ করা স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে। একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি প্রেরণ করা হবে। আপলোড করা ফাইলগুলো আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগইন করে দেখা যাবে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এ ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে বলে পুলিশের ফেসবুক পোস্টে জানানো হয়

RSS
Follow by Email