সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
Led05জেলাজুড়েশিক্ষাসদর

আন্দেলনরত শিক্ষার্থীদের জন্য ফাস্ট এইড বক্সও পানির ব্যবস্থা করেছে ‘ক্রাশ স্টেশন’

লাইভ নারায়ণগঞ্জ: আন্দোলনরত শিক্ষার্থীদের খাবার পানি, ফাস্ট এইড বক্স ও সার্বিক নিরাপত্তা দিয়ে পাশি দাড়িয়েছে ক্রাশ স্টশন নামের রেস্টুরেন্ট। বুধবার (১৭ জুলাই) লাইভ নারায়ণগঞ্জকে এ তথ্য জানিয়েছেন ক্রাশ স্টেশনের মালিক আকাশ আহমেদ।

তিনি জানান, ‘শুধু নারায়ণগঞ্জ নয় সারা বাংলাদেশের ৬টি ব্যাঞ্চে এ ব্যবস্থা থাকবে বলে। আমরা সবসময় আন্দোলনরত সাধারন শিক্ষার্থীদের পাশে আছি। আজ থেকে যতোদিন আন্দোলন চলবে আমরা আমাদের এই ব্যবস্থা চালু রাখবো। আজ শুধু পানি, ফাস্টএইড বক্সও যতক্ষন তারা চায় আমরা তাদের এসি নিচে বসতে দেবো, এ তে তাদের কোন প্রকার অর্ডার দেওয়া লাগবে না। তবে আগামীকাল থেকে আমরা চেষ্টা করবো কিছু খাবার তাদের নিকট পৌছে দিতে।’

এছাড়া ফেসবুকে একটি স্ট্যাটাস মাধ্যমে এই তথ্য জানা ক্রাশ স্টেষন নারায়ণগঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই স্ট্যাটাসে তারা উল্লেখ করে,

‘দেশের সকল আন্দোলনরত সাহসী শিক্ষার্থীদের জন্য ক্রাশ স্টেশন রেস্টুরেন্টের এর সকল ব্রাঞ্চে আমরা ফাস্ট এইড বক্স এবং পানির ব্যবস্থা রেখেছি।
নারায়ণগঞ্জের এবং আসে পাশের যত আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন কেউ যদি বিশ্রাম নিতে চান এবং ইমারজেন্সি ফাস্ট এইড প্রয়োজন হয় তবে আমাদের রেস্টুরেন্টে চলে আসুন। এসি ছেড়ে দেয়া হবে এবং ফাস্ট এইড সুবিধা দেয়া হবে। কোন প্রকার খাবারের অর্ডার দিতে হবে না। আপনাদের সর্বোচ্চ সুরক্ষায় আমরা সমস্ত প্রকার সহযোগিতায় আপনাদের পাশে আছি । লোকেশনঃ (লেভেল -৭) ২০৮/২এ, এম ডি স্কয়ার, ভাষা সৈনিক রোড, বালুরমাঠ,চাষাড়া ,নারায়ণগঞ্জ’

RSS
Follow by Email