রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led02জেলাজুড়েরাজনীতিসদর

আন্তর্জাতিক পুরষ্কার পেল খোকন সাহা‘র ভাতিজা জয়

লাইভ নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসবে পুরস্কৃত হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার ভাতিজা জয় সাহা। সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক্সপোসর আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসবে মোবাইল ফোন ক্যাটেগোরিতে সে ২য় স্থান পেয়ে পুরস্কৃত হয়। শারজার শাসক সুলতান বিন আহমেদ আল কাসিমি রবিবার (৩ মার্চ) ফটোগ্রাফি উৎসবে জয় সাহাকে পুরস্কার তুলে দেন।

জানা গেছে, প্রতিবছরই শারজার সরকার এই ফটোগ্রাফি উৎসবের আয়োজন করে থাকে। এবছর ২৮ ফেব্রুয়ারি থেকে ফটোগ্রাফি উৎসবটি শুরু হয় যা আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে।

এদিকে, ভাতিজার অর্জনে বেশ আনন্দিত খোকন সাহা। তিনি লাইভ নারায়ণগঞ্জকে বলেন, জয় আমাদের পরিবারের বড় ছেলে। আমার বড় ভাই জীবন সাহার একমাত্র ছেলে সে। জয়ের অর্জনে আমি বেশ আনন্দিত। সে জীবনে আরও বড় কিছু অর্জন করতে পারবে আমি সেই কামনা করি।

RSS
Follow by Email