আনিসুল ইসলাম সানির সঙ্গে ১৪নং ওয়ার্ড জাসাসের সৌজন্য সাক্ষাৎ
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ১৪নং ওয়ার্ড নারায়ণগঞ্জ মহানগর এর নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর উকিলপাড়া এলাকায় আনিসুল ইসলাম সানির ব্যক্তিগত অফিসে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এই সাক্ষাৎ করেন। নবগঠিত কমিটির পরিচিতি এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ছিল এই সাক্ষাতের মূল উদ্দেশ্য।
এসময় উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড জাসাসের আহ্বায়ক বুলবুল রাজা মিঠু, যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ, মো. আশরাফুজ্জামান ইভান, সদস্য সচিব বদিউজ্জামান ইমন।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক খান, এইচ.এম মোতালেব, মো. শুক্কুর মজুমদার, আসমত আলী শিশু, সৌরভ দে সেতু, শ্রী শুভ হালদার, মো. মারুফ হোসেন, মো. জাহিদুল ইসলাম, সৌরভ মন্ডল প্রমুখ।